সর্বশেষ

43.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

মূল্যস্ফীতি ১০ শতাংশের নাগালে পৌঁছাল জানুয়ারিতে

টপ নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম মাস জানুয়ারি। আর ঠিক এই মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯. ৮৬ শতাংশে ঠেকেছে। আগের মাসে  ছিল ৯ .৪১ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এরকম  তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা  যায়, জানুয়ারি মাসে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৫৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ . ৪২ শতাংশ। অথচ অন্যদিকে গ্রামের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭০, যা শহর এলাকার ৯ দশমিক ৯৯ শতাংশ।

বিশ্ববাজারে পণ্যমূল্য কিছুটা কমেছে। অনেক দেশেই মূল্যস্ফীতি ক্রমে কমছে। শীতের মৌসুমে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে। এ সময় মূল্যস্ফীতি কিছুটা কম থাকে। কিন্তু  বাজারের চিত্র একদম  উল্টো। আমাদের দেশের বাজারে এর কোনোরকম  প্রভাব না থাকার কারণ হিসেবে অর্থনীতিবিদরা বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন।

তা্ছাড়া মুদ্রানীতির সংকোচনসহ শিল্পের উৎপাদন কমে যাওয়াকেও বড় কারণ হিসেবে মনে করেন তারা।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles