সর্বশেষ

36.7 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

রাখাইনের মিনবিয়া শহরের নিয়ন্ত্রণ হারাল জান্তা

টপ নিউজ ডেস্ক: রাখাইনের মিনবিয়া শহরে মিয়ানমারের জান্তা বাহিনীর সর্বশেষ ঘাঁটির দখলে নিয়েছে সেখানকার বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি দশ দিনের তীব্র লড়াইয়ের পর। রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসা এই গোষ্ঠী মঙ্গলবার বলেছে, তাদের যোদ্ধারা মিনবিয়ায় পুরো নিয়ন্ত্রণ নিয়েছে জান্তার নবম সেন্ট্রাল মিলিটারি ট্রেইনিং স্কুলের ঘাঁটির। একই সঙ্গে লড়াইয়ে টিকতে না পেয়ে আরাকান আর্মি দখলও নিয়েছে পুরো মিনবিয়া শহরের জান্তা সৈন্যরা পালিয়ে যাওয়ায়।

থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে, মিনবিয়া শহরে রাখাইনের আরাকান পর্বতমালার পাদদেশে অবস্থিত জান্তার ওই প্রশিক্ষণ স্কুলটি ছিল সর্বশেষ প্রধান ঘাঁটি। এক ডজনেরও বেশি জান্তা ঘাঁটি ও ফাঁড়ির মাধ্যমে এই ঘাঁটি বেষ্টিত ও সুরক্ষিত ছিল।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles