সর্বশেষ

37.6 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আজ লিপ ইয়ারের লিপ ডে

টপ নিউজ ডেস্ক: আজ ২৯ ফেব্রুয়ারি, লিপ ডে। লিপইয়ার বা অধিবর্ষ আসে চার বছর পর। অধিবর্ষ হচ্ছে একটি বিশেষ বছর, যাতে সাধারণ বছরের তুলনায় বেশি থাকে একটি দিন (চান্দ্র বছরের ক্ষেত্রে একটি মাস) জোতির্বৈজ্ঞানিক বছরের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য। চলতি ২০২৪ সালও অধিবর্ষ।

জোতির্বৈজ্ঞানিক বছর বা পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে, ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলির পুনরাবৃত্তি নির্ভর করে তার ওপরই। ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড হচ্ছে এর সময়কাল প্রায়, অথচ প্রচলিত ৩৬৫ দিনে বছর হিসাব করা হয় গ্রেগরীয় বর্ষপঞ্জি মতে।

প্রতিবছর এভাবে প্রায় ছয় ঘণ্টা সময় গোনার বাইরে থেকে যায় ও চার বছরে সেটা হয় প্রায় এক দিনের সমান। তাই প্রতি চার বছর পরপর এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য ৩৬৬ দিনে বছর হিসাব করা হয়।

প্রতি চার বছরে গ্রেগরীয় বর্ষপঞ্জি মতে একবার ফেব্রুয়ারি মাসে ও বাংলা সন অনুযায়ী ফাল্গুন মাসে এই অতিরিক্ত ১ দিন যোগ হয়। তাই ফেব্রুয়ারি ও ফাল্গুন মাস হয় যথাক্রমে ২৯ ও ৩১ দিনে অধিবর্ষে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles