সর্বশেষ

39.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাজশাহীতে স্ত্রীকে পাচারের দায়ে স্বামীর জেল

টপ নিউজ ডেস্কঃ স্ত্রীকে বিদেশে পাচারের দায়ে স্বামীকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন রাজশাহীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক লিয়াকত আলী মোল্লা। গত বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে রাজশাহীর একটি আদালত এ রায় দেন তিনি।

সাজাপ্রাপ্ত আসামীর নাম মাসুম পারভেজ রুবেল (৩২)। তাকে তিন বছর সশ্রম কারাদন্ড ছাড়াও জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ সালের ৮ নং ধারায় এই সাজা দেয়া হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম রেন্টু।

২০১৭ সালের ৩০ নভেম্বর আসামী মাসুদ পারভেজ তার স্ত্রীকে ভুল বুঝিয়ে সৌদি আরবে পাচার করে দেয়। সেখানে ভিকটিমকে বিভিন্ন সময় যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। এই মানবেতর জীবনযাপন শেষে ২০২১ সালের ১৪ জানুয়ারি দেশে ফিরেন তিনি। সে বছরই ২৩ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন ভূক্তভোগী। আদালত মামলায় চারজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।

আসামী মাসুম পারভেজের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার একটি গ্রামে। তিনি ঢাকায় রিকশা চালাতেন এবং তাঁর স্ত্রী কাজ করতেন পোশাক কারখানায়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles