সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাজশাহীসহ তিন জেলায় বিদ্যুতের ব্ল্যাকআউট ৪০ মিনিট

টপ নিউজ ডেস্কঃ আকস্মিকভাবে রাজশাহীতে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে । রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ছিল ব্ল্যাকআউট ।

এর মানে এই তিন জেলার কোথাও নেসকোর আওতাধীন এলাকায় বন্ধ ছিল পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ । তবে এর পর কিছু কিছু এলাকায় করা হয় বিদ্যুৎ সরবরাহ ।

নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, নেসকো বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে পাওয়ার গ্রিড অব কোম্পানি লিমিটেড (পিজিসিএল) থেকে। সমস্যা হয়েছে তাদের গ্রিডে । তবে কি সমস্যা বলতে পারবে তারাই । তিনি বলেন, ৪০ মিনিট বন্ধ থাকার পর ১০টার দিকে শুরু জয় পুনরায় বিদ্যুৎ সরবরাহ । প্রথমে চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যায়। পরে তা বাড়তে থাকে। ৮০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে দুপুর ২টার দিকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। এ কারণে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বিভিন্ন এলাকায় করা হচ্ছে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles