সর্বশেষ

43.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন শুরু

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আজ দুপুর ১২টা থেকে ।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে ।

অধ্যাপক প্রদীপ জানান, আজ বুধবার দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার শুরু হবে প্রাথমিক আবেদন । শেষ হবে আগামী ৯ জুন (বৃহস্পতিবার) রাত ১২টায়। নির্দিষ্ট সময়ের মধ্যেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে এক বা একাধিক ইউনিটের ক্ষেত্রে ৫৫ টাকা ফি দিয়ে ।

ড. প্রদীপ আরো বলেন, ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে সম্পন্ন করতে পারবেন আবেদন । প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদন ফি এক হাজার ১০০ টাকা ইউনিট প্রতি ।

আগামী ২৫ থেকে ২৭ জুলাই এ, বি ও সি—এই তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা । প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী করে মোট দুই লাখ ১০ হাজার অংশ নিতে পারবেন ভর্তিচ্ছু এ বছর পরীক্ষায় । প্রতিদিন চার শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা ।

সম্পাদনায়ঃ পুরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles