সর্বশেষ

36 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

রোববার আসতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

টপ নিউজ ডেস্কঃ লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং অবস্থান করছে কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় । এটি শনিবার (৭ মে) সন্ধ্যা বা রাতে পরিণত হতে পারে নিম্নচাপে । এটি আরও শক্তিশালী হয়ে রোববার নাগাদ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’তে; আবহাওয়াবিদরা জানিয়েছেন ।

এটির উত্তর-পশ্চিম দিকে গতি এখন । দিক পরিবর্তন না করে এভাবে এগিয়ে গেলে তা ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর, বলে জানিয়েছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগ।

শনিবার দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক সানাউল হক মন্ডল বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় লঘুচাপটি পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে । আজকে (শনিবার) সকালেও এটি রয়েছে সুস্পষ্ট লঘুচাপ হিসেবেই । সামান্য উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে এটি । সে হিসেবে এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং অবস্থান করছে তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় । এটি আরও ঘনীভূত হয়ে অগ্রসর হতে পারে উত্তর-পশ্চিম দিকে ।

আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে কোনো এক সময় পরিণত হতে পারে এটি নিম্নচাপে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles