সর্বশেষ

31.4 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জং কেউন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন পার্টনার। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য অতীতের সবচেয়ে বেশি। রাষ্ট্রদূত বাংলাদেশে উপজেলা পর্যায়ে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো-এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্চ সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর তৃতীয় ফেইজ দ.কোরিয়ার অর্থায়নে চালু করার আগ্রহ ব্যাক্ত করেন।

এর আগে কোরিয়ার অর্থায়নে প্রথম পর্যায়ে দক্ষিণ ১০০টি উপজেলায় (ইউআইটিআরসিই) নির্মাণ করা হয়েছে এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন রয়েছে ১৬০টি উপজেলায়। শিক্ষামন্ত্রী শিক্ষায় কোরিয়ার অর্থায়নের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আশাবাদ ব্যাক্ত করেন এই সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles