সর্বশেষ

31.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

শ্রীনগরে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোন ও মাছ চাষের জলাশয় ভরাটের অভিযোগে ছাড়পত্রবিহীন ড্রেজার উচ্ছেদ অভিযান হয়েছে।

বুধবার বিকালে দিকে উপজেলার পাটাভোগ এলাকার হোগলাগাঁও ও কুকুটিয়া এলাকার পুর্ব-মুন্সীয়া এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। স্থানীয়রা জানিয়েছেন, ভ্রাম্যমাণ অভিযানের খবর পেয়ে ড্রেজার ব্যবসায়ীরা সব পালিয়ে যায়।

এ সময় পুর্ব-মুন্সীয়া এলাকায় টুটুলের একটি ড্রেজার বন্ধ রাখতে বলা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, আজকের অভিযানে ড্রেজার সংশ্লিষ্ট কাউকে পাইনি।

উপস্থিত সকলকে বলা হয়েছে এগুলো বন্ধ রাখার জন্য এবং রাস্তার প্রতিবন্ধকতা তুলে নেয়ার জন্য। তা না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ফসলী জমি, জলাশয় ও সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles