সর্বশেষ

34.7 C
Rajshahi
রবিবার, মে ১২, ২০২৪

শ্রীনগরে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও বাজার কমিটির সার্বিক সহযোগিতায় সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু হয়েছে। ট্রকসেল কার্যক্রমের আওতায় ৩৬ টাকা দরে আলুর কেজি বিক্রি করা হচ্ছে।


শনিবার সকালে শ্রীনগর বাজার সংলগ্ন (শ্রীনগর সার্কেল অফিস) ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, শ্রীনগর (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ কৃষি উপ-সহকারীগণ ও বাজার কমিটির লোকজন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় প্রতিদিন গড়ে ৩০ মণ আলু বিক্রি করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles