সর্বশেষ

39.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শ্রীনগরে সয়াবিন মজুদ রাখার অপরাধে লাখ টাকা জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সয়াবিন তেল মজুদ রাখা ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে দুই মুদি দোকানীকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোলাপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে এ সময় মজুদকৃত ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বাজারের সাঈদ ষ্টোরের কর্ণধার মো. সাঈদ বেপারীকে ও সেলিম ষ্টোরের কর্ণধার মো. জহিরকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জরিমানার মোট ১ লাখ টাকা আদায় করা হয়েছে। জব্দকৃত সয়াবিন তেল খোলা বাজারে নির্ধারিত দামে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নাসরিন আক্তার মিলি ও পুলিশ সদস্যবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles