সর্বশেষ

31.4 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শ্রীলঙ্কার রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

টপ নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। আজ (১ এপ্রিল) ভোর থেকে এই কারফিউ জারি করা হয় বলে জানিয়েছেন কলম্বোর সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ আমাল এদিরিমানে।

কিছুদিন থেকেই ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির সাথে লড়াই করছে ২২ মিলিয়ন জনগণের দেশ শ্রীলঙ্কা। দেশটির রাজকোষ তলানিতে এসে ঠেকেছে, মুদ্রা মান হারিয়েছে। ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কান রুপি আর ছাপানো হবে না।

জ্বালানী সংকটে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎহীন কাটাচ্ছে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে মানুষ। বৃহস্পতিবার (৩১ মার্চ) গভীর রাতে কয়েকশ বিক্ষোভকারী কলম্বো শহরে রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনের কাছে বিক্ষোভ করতে থাকলে, তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাষ্ট্রপতির বাসভবনে যাওয়ার পথে রাস্তায় একটি বাসে আগুন দেয় বিক্ষোভকারীরা। এছাড়াও একটি প্রাচীর ভাঙ্গা হয় ও পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে তারা। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করে সরকার।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles