সর্বশেষ

39.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সাকিব গড়লেন আরও একটি কীর্তি  

টপ নিউজ ডেক্স:  সাকিব আল হাসান গড়লেন আরও একটি কীর্তি । শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে  তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে  সাকিব স্পর্শ করেন মাইলফলক।

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে  সবশেষ ওয়ানডে ম্যাচে ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকে আউট করে ৩০০তম উইকেট নেওয়ার মধ্য দিয়ে সাকিব বসেছিলেন শহিদ আফ্রিদি ও সনৎ জয়াসুরিয়ার পাশে।

শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ওয়ানডেতে স্পর্শ করেন ৭ হাজার রানের মাইলফলক বিশ্বসেরা এই  অলরাউন্ডার।

ওয়ানডেতে ২২৮ ম্যাচে ৯টি সেঞ্চুরির আর ৫৩টি ফিফটির সাহায্যে ৭ হাজার ৬৯ রান করেছেন সাকিব। ৭ হাজার রান আর ৩০০ উইকেটের ‘ডাবল’ও হয়ে গেছে সাকিবের এবং এই ডাবলে সাকিবই দ্রুততম।

 

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৩ হাজার ৭১৭ রান করেছেন ১৪টি সেঞ্চুরির সাহায্যে সাকিব। ৬৬২ উইকেট বল হাতে তার শিকার ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles