সর্বশেষ

31.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

সামনের দুই মাসে ডেঙ্গু রোগী আরও বাড়তে পারে : স্বাস্থ্যমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৭টি জেলার মানুষ। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে ৬০ শতাংশ রোগী, আর বাকি রোগীরা বিভিন্ন জেলায়।

আজ রোববার (৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রীর মানিকগঞ্জের গড়পাড়া বাসভবনে দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়ে গেছে। এরই মধ্যে আক্রান্ত হয়ে ৬৭ জন মারা গেছে। আরও আক্রান্ত হয়েছে ১২ হাজার মানুষ এবং চিকিৎসা নিচ্ছেন আড়াই হাজার রোগী। বৃষ্টি হওয়ায় বিভিন্নস্থানে পানি জমাট বেঁধে বংশ বিস্তার ঘটেছে মশার আর এতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

মন্ত্রী আরও বলেন, গত বছর এই সময়ে এত খারাপ ছিল না ডেঙ্গুর অবস্থা। এ বছর বেশি বেড়ে গেছে ডেঙ্গু রোগ। সামনের দুই মাসে আরও বাড়তে পারে ডেঙ্গু রোগী। আমাদের সকলকে সজাগ থাকতে হবে এমন পরিস্থিতিতে। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা যদি দ্বিতীয়বার আক্রান্ত হয় অনেকাংশেই বেশি তাদের মৃত্যুর ঝুঁকি। সারাদেশের হাসপাতালগুলোতে রয়েছে ডেঙ্গু ইউনিট, প্রশিক্ষিত নার্স ও ডাক্তার আছে। স্বাস্থ্য বিভাগ এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Read in English: Dengue patients may increase in next two months in Bangladesh: Health Minister

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles