সর্বশেষ

27.4 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

‘সাম্বাফুট’ পুরস্কারটি পেলেন ব্রাজিলের তারকা নেইমার

টপ নিউজ ডেস্কঃ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর থেকে দেখা পায়নি বিশ্বকাপ শিরোপার। এবারের কাতার বিশ্বকাপেও লাতিন আমেরিকার দেশটি ব্যর্থ ছিল। তবে নিজ দেশ তাদের হেক্সা মিশনে ব্যর্থ হলেও ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র ঠিকই পূরণ করেছে তার হেক্সা মিশন ।

টানা তৃতীয়বার পুরস্কার জিতেছেন নেইমার ‘সাম্বা গোল্ড’ । এ নিয়ে ষষ্ঠবারের মতো এই খেতাব পিএসজি তারকা জিতেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ এই পুরস্কারটি দিয়ে থাকে । মূলত ব্রাজিলের বাইরের দেশের লিগ খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলারদের দেওয়া হয়ে থাকে এই পুরস্কারটি । ২০০৮ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় নিয়মিতভাবে। অনেকে এই পুরস্কারকে ‘সাম্বা ডি’অর’ও বলে থাকেন।

২০২২ সালের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বাইরের লিগে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে পিএসজি তারকাকে সেরা হিসেবে নেওয়া হয়েছে বেছে । সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে নির্বাচিত করা হয় বিজয়ী খেলোয়াড় ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles