সর্বশেষ

42.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

১৭৮ রানেই শেষ বাংলাদেশ

টপ নিউজ ডেস্ক: বাংলাদেশ চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে হতশ্রী ব্যাটিংয়ে দুইশো রানও পেরোতে পারল না। শ্রীলঙ্কার রেকর্ড ৫৩১ রানের জবাবে মোটে ১৭৮ রানে গুটিয়ে গেছে টিম টাইগার্সের ইনিংস। এখন সফরকারী শ্রীলঙ্কা চাইলে স্বাগতিকের ফলো-অনে ফেলতে পারবে।

এ নিয়ে নাজমুল হোসেন শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তিন ইনিংসেই দুইশোর কম রানে গুটিয়ে গেল। ওপেনার জাকির হাসান ছাড়া ব্যর্থ হয়েছেন সবাই। বরাবরের মতোই মুমিনুল টেস্ট মেজাজে খেলেছেন। কিন্তু অপরপাশে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না।

এমসিসির ১৪.১.১ আইন অনুযায়ী, কোন দলের তুলনায় ৫ দিনের টেস্টে ২০০ বা তারচেয়ে বেশি লিড পেলেই একটি দল তার প্রতিপক্ষকে পাঠাতে পারে ফলো-অনে। সেই হিসেবে ৫৩১ রান করা শ্রীলঙ্কার বিপক্ষে ফলো-অন এড়াতে ৩৩১ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু ১৭৮ রানে স্বাগতিকরা গুটিয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ ৩৫৩ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করেছে। লঙ্কানরা চাইলে ফলো-অনে বাংলাদেশকে পাঠাতে পারে।  

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles