সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

২০ বছরের বেশি পুরাতন বাস প্রত্যাহার করতে হবে : পরিবেশমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ঢাকা শহরে চলাচলকারী ইকোনমিক লাইফ অতিক্রান্ত ২০ বছরের অধিক বয়সী বাস প্রত্যাহার করতে হবে বায়ুদূষণ রোধে। আগামী ৮ এপ্রিলের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ ঢাকা শহরে চলাচলকারী উক্ত বয়সী বাসের তালিকা দেবে। ২০ এপ্রিলের মধ্যে ওই পুরাতন বাস প্রত্যাহারের পরিকল্পনা প্রদান করবে পরিবহণ মালিক সমিতি। কোনো আপস করা হবে না বৃহত্তর জাতীয় স্বার্থে।

আজ রোববার পরিবেশমন্ত্রী বায়ুদূষণ নিয়ন্ত্রণে গণপরিবহনের কালো ধোঁয়া এবং উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী না রাখা এবং বায়োমাস বর্জ্য পোড়ানো বন্ধের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, দূষণ নিয়ন্ত্রণের বাজেট বরাদ্দ দূষণ নিয়ন্ত্রণ কর্মকাণ্ড বাস্তবায়নে ব্যয় করতে হবে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে। সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে তিতাস গ্যাস, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, সিটি কর্পোরেশন সমন্বয় করে রাস্তার খননকার্য। বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশনকে বন্ধ করতে হবে সালফার সহ ডিজেল আমদানি।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles