সর্বশেষ

31.4 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস

টপ নিউজ ডেক্স: আগামী ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হবে বলে প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার ২৭ ডিসেম্বর , প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়মন্ত্রিসভার বৈঠকে । সকালে এ বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে মন্ত্রিসভা। অভিবাসী দিবসের পাশাপাশি ৩০ ডিসেম্বর  প্রবাসী দিবস, সারাদেশে এমনকি সারা পৃথিবীতে যেখানে প্রবাসী ভাই-বোনেরা রয়েছেন তাদের নিয়ে পালন করা হবে। প্রবাসীদের জন্য আমরা কী কী কার্যক্রম গ্রহণ করছি দিবসটি উপলক্ষে, সে বিষয়গুলোর প্রচার-প্রচারণা হবে।

কবির বিন আনোয়ার বলেন, ইতোমধ্যে আমরা ২১টি অনলাইন সেবা চিহ্নিত করেছি। প্রবাসীরা দূতাবাস বা মিশন থেকে সেবাগুলো নিতে পারবেন। ডিজিটাল সার্ভিস করবো বিভিন্ন দেশের শ্রমিক হাবগুলোতে, সেখানে থাকবে এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা। যে ২১টি অনলাইন সেবা রয়েছে, কীভাবে সেগুলো দেয়া যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করবো এবং কিছু নির্দেশনাও এসেছে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles