সর্বশেষ

28.9 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

৪৪ হজযাত্রীর টাকা আত্মসাত করা এজেন্সির মালিক গ্রেফতার

টপ নিউজ ডেস্ক: ৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাতের মূলহোতা অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) র‌্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয় রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে।

সোমবার (১৪ আগস্ট) সকালে এই তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

র‌্যাব কর্মকর্তা জানান, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়ার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম বিভিন্ন অঙ্কের টাকা নেন ৪৪ জন হজযাত্রীর কাছ থেকে। হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে তিনি চলে যান আত্মগোপনে। হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা পাঁচের অধিক মামলা দায়ের করেন সিলেটসহ দেশের বিভিন্ন থানায়। পরবর্তী সময়ে র‌্যাব জোরদার করে চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা ।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল র‌্যাব-৯ এর তথ্য সহায়তায় অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেফতার করে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে।

র‌্যাব-২ এর এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার এই আসামি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles