সর্বশেষ

27.9 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

১৫ আগস্টে জনসমাগম সামাল দেওয়া চ্যালেঞ্জ হবে: ডিএমপি কমিশনার

টপ নিউজ ডেস্ক: আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি-৩২ এ ব্যাপক লোক সমাগম হবে বলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক মনে করেন। আগত লোকজনের ভিড় সামাল দেওয়া চ্যালেঞ্জিং হবে পুলিশের জন্য বলে তিনি জানিয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) সকালে তিনি এসব কথা বলেন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং এই এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।

নগর পুলিশের প্রধান জানান ১৫ আগস্ট ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবে জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি বলে তিনি জানান। অন্যান্য বছরের তুলনায় ২০ থেকে ৩০ ভাগ বেশি লোক সমাগম হবে এবার ১৫ আগস্টে বলে মনে করেন খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার বলেন, এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাওয়ার পর শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বর খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। পৃথক নিরাপত্তাব্যবস্থা থাকবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য এবং নিরাপত্তাব্যবস্থার আয়োজন থাকবে জনগণের জন্যও বলে জানান তিনি।

সম্পাদনায়:শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles