সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, জুন ৬, ২০২৩

একটি উন্নত জীবন এ দেশের মানুষকে দেয়া আমার লক্ষ্য:শেখ হাসিনা

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন । জনগণ যত দিন চাইবে তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বলেও সরকারপ্রধান জানান ।

বুধবার (২৪ মে) সকালে কাতার ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এক আলোচনায় এসব কথা বলেন তিনি । আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ নির্বাচন জনগণের অধিকার। আমরা কী (উন্নয়ন) করেছি তা দেখেছে তারা।

- - Advertisement - -

তারা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি আছি, আর যদি না দেয় তবে ঠিক আছে থাকব না আমি। আমাদের সময় অনেকগুলো উপনির্বাচন, অনুষ্ঠিত হয়েছে স্থানীয় নির্বাচন । কে সেখানে সমস্যা তৈরি করেছে? তা আমরা করিনি। কিন্তু সব নির্বাচনেই তো কিছু ঘটনা ঘটে ।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতদিন চাইবে আমার দেশের জনগণ । কারণ আমি কাজ করছি দেশের মানুষের জন্যই । আমার বাবার স্বপ্ন ছিল, একটি উন্নত জীবন এ দেশের মানুষকে দেয়া । আমারও লক্ষ্য এটি ।

- Advertisement -

আমার দেশের জনগণ কষ্ট পাবে না ক্ষুধায় , ভুগবে না অপুষ্টিতে , শিক্ষা, বাসস্থান কিংবা চিকিৎসার মতো ভুগবে না মৌলিক চাহিদার অভাবে । এই বিষয়গুলোই আমি নিশ্চিত করতে চাই। আমরা বিগত সাড়ে ১৪ বছরে এরই মধ্যে করতে পেরেছি এর অনেকটাই ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page