সর্বশেষ

30.3 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

এবার বিনোদন থেকেও নিষিদ্ধ হলো রাশিয়া

- Advertisement -

টপ নিউজ ডেক্সঃ একে একে স্থগিত হচ্ছে রাশিয়ায় মুক্তি হতে যাওয়া সিনেমাগুলো। আগামী ১০ মার্চ রাশিয়াতে মুক্তি পাওয়ার কথার ছিলো ডিজনির অ্যানিমেটেড ছবি ‘টার্নিং রেড’,  কিন্তু তার আগেই এই মুক্তি স্থগিত করা হলো। একই পথে সনি পিকচার এন্টারটেইনমেন্টের ‘ স্পাইডার-ম্যান স্পিন–অফ মরবিয়াস’সহ রাশিয়ায় মুক্তির অপেক্ষায় থাকা তাদের সব ছবি। প্যারামাউন্ট পিকচারও রাশিয়ায় তাদের মুভি ‘দ্য লস্ট সিটি’ ও `সনিক দ্য হেজহগ ২’ এর মুক্তি পিছিয়ে দিয়েছে। ইউক্রেনে হামলার প্রতিবাদে এভাবেই একের পর এক রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করে দিচ্ছে পশ্চিমা বিনোদন বিশ্ব।

ডিজনির এক মুখপাত্র বলেছেন, ‘বিনা উসকানিতে ইউক্রেনে রাশিয়ার হামলা এবং এর ফলে সৃষ্ট মানবতার সংকটে রাশিয়ায় চলচ্চিত্র মুক্তি দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি,।’  তিনি আরও বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে ব্যবসায়িক সিদ্ধান্ত নিব আমরা। ইতিমধ্যে শরণার্থীদের জরুরি সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদানের জন্য আমাদের এনজিওগুলোর সঙ্গে কাজ করছি।’

- - Advertisement - -

অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও রাশিয়ায় তাদের চলমান এবং ভবিষ্যতের সব পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে। রাশিয়াজুড়ে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের যথেষ্ট চাহিদা , রয়েছে প্রায় ১০ লাখ সাবস্ক্রাইবার। নেটফ্লিক্সে রুশ ভাষার চারটি অরিজিনাল সিরিজ পরিকল্পিত ‌ও নির্মাণাধীন ছিল, ‘ড্রামা জ্যাটো’ তার মধ্যে একটি।

এবার পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান থেকেও এলো নিষেধাজ্ঞা। গত মঙ্গলবার এ প্রসঙ্গে উৎসব কমিটি বলেছে, ‘এবারের উৎসবে আমরা রুশ প্রতিনিধিদের স্বাগত জানাব না এবং রুশ সরকারের সঙ্গে সম্পৃক্ত কাউকে কানে উপস্থিত হওয়ার সুযোগ দেব না।’ ইউক্রেন সমস্যার সমাধান না হলে কান ফিল্ম ফেস্টিভ্যাল–২০২২ থেকে রাশিয়ান প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হবে। পাশাপাশি ইউক্রেনে রুশ হামলা অব্যাহত থাকায় রাশিয়া ও দেশটির নেতাদের এমন নেতিবাচক মনোভাব ও কর্মকাণ্ডের জন্য নিন্দা জানিয়েছে আয়োজকরা। ওদিকে রাশিয়ার চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিকভাবে বর্জন করার আহ্বান জানিয়েছে ইউক্রেনিয়ান ফিল্ম একাডেমি। আগামী ১৭ই মে থেকে কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে এবং দক্ষিণ ফ্রান্সের কান সৈকতে ১২ দিনের উৎসবটি চলবে ২৮শে মে পর্যন্ত।

- Advertisement -

সম্পাদনাঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles