সর্বশেষ

33 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু করে চারুকলা অনুষদ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ।

প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় ।পরে দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান প্রামাণিক এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ সভাপতি অধ্যাপক ড. নূরুল আমীন ।

শিল্পচার্য জয়নুল আবেদীনে ছেলে স্থপিত ময়নুল আবেদিন প্রদর্শনীর উদ্বোধন করেন । তিনি বলেন, ভালো শিল্পী হতে হলে হতে হবে ভালো মনের মানুষ । তাহলে মানুষের কাছ থেকে পাওয়া যাবে ভালো প্রতিদান । তিনি আরও বলেন, এই বিভাগের কাজ দেখি ১৯১২ সালে এবং তা দেখে হই অভিভূত । বড় কাজ-ছোট কাজ বিষয় না। আজকে এখানে শিক্ষার্থী-শিক্ষকদের কাজ দেখলাম। ভালো লাগেছে অনেক । আশা করি,আরো ভালো কাজ করবে শিক্ষার্থীরা ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles