সর্বশেষ

27.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

৭ প্রকল্পের অনুমোদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

টপ নিউজ ডেস্কঃ কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা উন্নত করতে উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারগুলোর পুনর্বাসন প্রকল্প সংশোধনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে ৭টি প্রকল্প । প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে ।

মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলো ।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন । সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান এ বিষয়ে ।

পরিকল্পনা মন্ত্রী বলেন, আজকের সভায় অনুমোদন দেওয়া হয়েছে মোট ৭টি প্রকল্প । এগুলোতে সরকারি অর্থায়নে ১ হাজার ৮৩১ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করা হবে , সংস্থার নিজস্ব অর্থায়নে ৫৩ কোটি ৪১ লাখ টাকা এবং ১২২ কোটি ৭৬ লাখ টাকা বৈদেশিক সাহায্য ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles