সর্বশেষ

37 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

অর্থপাচার মামলায় জিকে শামীমের ১০ বছর কারাদণ্ড

টপ নিউজ ডেস্ক: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগের মামলায় , অর্থপাচার মামলায় ঢাকার প্রভাবশালী ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীমকে (জিকে শামীম) আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম সোমবার দুপুরে এ রায় দেন। আদালত চার বছর করে কারাদণ্ড দিয়েছেন বাকি ৭ আসামির প্রত্যেকে।

এর আগে ১৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ২৫ জুন দিন ধার্য করেন রায় ঘোষণার জন্য। গত ২৫ জুন দিন ধার্য ছিল মামলার রায় ঘোষণা ও অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য। এদিন আসামি পক্ষের আইনজীবী উপস্থাপন করেন অধিকতর যুক্তি। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম ১৭ জুলাই নতুন দিন ধার্য করেন মামলার রায় ঘোষণার।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সাত সশস্ত্র দেহরক্ষীসহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles