সর্বশেষ

31.9 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

আগুনে পুড়ে গেল ডেনমার্কের ‘৪শ বছরের ঐতিহ্য’

টপ নিউজ ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে। কোপেনহেগেনের সবচেয়ে পুরোনো ভবনগুলোর একটি স্টক এক্সচেঞ্জ ভবনটি। আগুনে ধসে পড়েছে ভবনটির আইকনিক চূড়া। তবে এ ঘটনায় পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর।

ডেনমার্কের সংষ্কৃতিমন্ত্রী জ্যাকব এঞ্জেল-স্কিমিদ বলেছেন গণমাধ্যমকে, আগুনে পুড়ে গেল ড্যানিশ সংস্কৃতির ৪শ’ বছরের ঐতিহ্য। চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো ভবনের চূড়া দেখতে। সেটির মেরামতির কাজ চলার সময় ঘটে অগ্নিকাণ্ডের এই ঘটনা।

এখন আর  এই ভবনটিতে ড্যানিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ভবনটি ব্যবহার হয়ে আসছে ড্যানিশ চেম্বার অব কমার্সের সদর দপ্তর হিসেবে। তাৎক্ষণিকভাবে জানা যায়নি কিভাবে আগুনের সূত্রপাত হয়। চেম্বার অব কমার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, আমরা সাক্ষী হয়েছি এক ভয়ানক দৃশ্যের। আগুনে জ্বলছে শেয়ার বাজার।

ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসনও বলেছেন, ভয়াবহ দৃশ্য। আগুনে জ্বলে যাচ্ছে ড্যানিশ ইতিহাসের একটি খণ্ড।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles