সর্বশেষ

43.8 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আজকের রেসিপি: স্যুপে ডোবানো মোমো

টপ নিউজ ডেস্ক: শীতকালে সন্ধ্যা জমে ওঠেছে নানা মুখরোচক খাবারে। বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে মোমো। যারা শুকনো মোমো খেতে ঠিক ততটা পছন্দ করেন না তারা কিন্তু বেছে নিতে পারেন স্যুপে ডোবানো মোমো। তো সন্ধ্যা নাস্তায় হয়ে যাক এক বাটি ‘প্রন মোমো স্যুপ’।স্যুপ এবং মোমো দুইয়ের স্বাদই মিলবে এক বাটিতে। তাসনিয়া রহমান সৃষ্টির দেয়া রেসিপিটি জেনে নিন-

উপকরণ:

১.ময়দা এক কাপ, ২.সয়াবিন তেল এক টেবিল চামচ, ৩.লবণ আধা চা চামচ, ৪.পানি পরিমাণমতো।

পুরের জন্য :

প্রন কিমা এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ পাতা আধা কাপ, সয়াবিন তেল এক টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ও কাঁচা মরিচ কুচি করা তিনটি, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন:

ময়দা, লবণ ও তেলের সঙ্গে পরিমাণমতো পানি  মিশিয়ে মোমোর ডো তৈরি করে ১৫ মিনিট ঢেকে রাখুন ।এরপর একটি পাত্রে পুরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

ডো ছোট করে কেটে  লুচির বলের মতো বানিয়ে পাতলা করে বেলে মাঝখানে পুর ভরে মোমোর ভাঁজ দিন।

চিকেন স্টকের সঙ্গে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো সস, পেঁয়াজ পাতা, কর্ন, গোলমরিচ গুঁড়া মিশিয়ে প্যানে দিয়ে নাড়ুন। সব মিশিয়ে নিয়ে এর মধ্যে বানিয়ে রাখা মোমোগুলো দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন।মাঝেমধ্যে একটু নাড়া দিন।

ফুটানো হয়ে গেলে আবারও কিছু পেঁয়াজ পাতা ছড়িয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles