সর্বশেষ

34.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আজ চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে ভারতের সৌরযান

টপ নিউজ ডেস্ক: আজ শনিবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল১ পৌঁছাবে তার নির্দিষ্ট চূড়ান্ত কক্ষপথে। প্রায় চার মাস আগে আদিত্য-এল১ শ্রীহরিকতা লঞ্চপ্যাড থেকে যাত্রা শুরু করে।

১ হাজার ৫০০ কেটি ওজনের ৪০০ কোটি রুপি খরচ করে তৈরি করা এ সৌরযানটি ভারতের প্রথম সূর্য পর্বক্ষেক হিসেবে কাজ করবে। এটি পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান নিয়ে তথ্য সংগ্রহ করবে সূর্যের বিভিন্ন।

হালো কক্ষপথের ল্যাগর‌্যাঞ্জ পয়েন্ট ১-এ স্থাপন করা হবে স্যাটেলাইটটি। সেখানে কোনো সূর্যগ্রহণ হবে না যেখানে স্যাটেলাইটটি অবস্থান নেবে। ফলে এটি  সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে অব্যাহতভাবে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles