সর্বশেষ

30.1 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

আজ জুমাতুল বিদা

হাবিবা সুলতানাঃ আজ ২৯ এপ্রিল ২০২২, পবিত্র জুমাতুল বিদা। বিদা শব্দের অর্থ বিদায় বা শেষ। জুমাতুল বিদা শব্দের অর্থ হলো বিদায়ী জুমা বা শেষ জুমা বা শেষ শুক্রবার। অর্থাৎ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা জুমার দিনটিকে জুমাতুল বিদা বলা হয়।

আজ ১৪৪৩ হিজরির রমজান মাসের শেষ জুম্মাবার। প্রতিটি মুসলীম উম্মাহের জন্য দিনটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা প্রতিটি রোজাদারকে স্মরণ করিয়ে দেয় যে রমজানের শেষ হতে চলেছে, এখন এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। এছাড়াও এবছর দিনটি এসেছে লাইলাতুল কদরের পরদিন অর্থাৎ ২৭ রমজানে, যা দিনটির গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে।

এইদিন ধর্মপ্রাণ মুসলমানেরা জিকির, দোয়া-আসকার ও বিভিন্ন নফল ইবাদাতের মাধ্যমে মহান সান্নিধ্য লাভের চেষ্টা করে। এবং বিদায়ী এই রমজানের জন্য শুকরিয়া ও আসন্ন বছরের জন্য আল্লাহর দরবারে সুখী ও সমৃদ্ধ জীবনের বরকত কামনা করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles