সর্বশেষ

26.1 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

আজ জুমার নামাজ পড়তে পারবেন না হরিয়ানায় মুসল্লিরা

টপ নিউজ ডেস্কঃ ভারতের হরিয়ানার গুরুগ্রামের মসজিদ ও উন্মুক্তস্থানে আজ জুমার নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা। সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা থেকে মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে স্থানীয় মুসলিম কাউন্সিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজশুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত সোমবার হরিয়ানার মুসলিম অধ্যুষিত নূহ বিভাগে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) একটি মিছিলকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। এতে এখন পর্যন্ত ৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। যারমধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম এবং হোমগার্ড পুলিশের দুইজন সদস্য রয়েছেন।

নূহ বিভাগের সেই দাঙ্গা গুরুগ্রামসহ হরিয়ানার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। হরিয়ানার এ দাঙ্গা যেন রাজধানী দিল্লিতে না পৌঁছায় সেজন্য সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা দেখা না গেলেও, জুমার নামাজ শেষে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে— এ আশঙ্কা থেকে সাধারণ মানুষকে ঘরে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে মুসলিম কাউন্সিল।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles