সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ নির্বাচিত হতে চলেছেন

পাকিস্তানের মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি গতকাল রবিবার তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ইমরান খানের বিদায়ে স্থানীয় সময় আজ সোমবার দুপুর ২টায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

তবে এ ব্যাপারে পিটিআই জানিয়েছে, সংসদে ভোটে পিএমএল-এন ক্ষমতা দখলে নিয়ে নিলে রাজপথে বিক্ষোভের মাধ্যমে আসন্ন সরকারকে কঠিন সময় দেওয়া হবে।  

এর আগেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে সামনে থেকে ভূমিকা রেখেছেন শাহবাজ শরিফ।

দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই এই শাহবাজ শরিফ ।

ইমরান খানের বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়ার পর পরই শাহবাজ শরিফ বলেছিলেন, বিরোধীদের ওপর প্রতিশোধ পরায়ন হতে চান না তিনি। নতুন প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকায় শাহবাজ শরিফ বলেছেন, সবার সঙ্গে আলোচনা করেই  এ নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

সম্পাদনায়: নাসরিন ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles