সর্বশেষ

41.4 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

আনুষ্ঠানিকভাবে প্রাবোওকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করল ইন্দোনেশিয়া

টপ নিউজ ডেস্ক: আজ ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে  আনুষ্ঠানিকভাবে প্রাবোও সুবিয়ান্তোর নাম ঘোষণা করেছে। মুসলিম প্রধানি এই দেশটির সাংবিধানিক আদালত তার প্রথম ধাপের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চ্যালেঞ্জগুলো বাতিল করার পর তার নাম ঘোষণা করা হলো। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ৭২ বছর বয়সী প্রাবোও বিদায়ী নেতা জোকো উইডোডোর কাছ থেকে আগামী অক্টোবরে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

কিন্তু মজার বিষয় তিনি জোকোই নামে বেশি পরিচিত। তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হলেন অ্যানিস বাসওয়েদান এবং গঞ্জার প্রনোউ ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোট ফের অনুষ্ঠানের আহ্বান জানানোর পর এমন ঘোষণা এলো। শুধু তাই নয় ,নির্বাচনে প্রাবোও প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।তবে এমন ফলাফলের পর নির্বাচনে রাষ্ট্রের হস্তক্ষেপ এবং আইন পরিবর্তনের অভিযোগ তোলা হয়।দেখা গেছে,১৯৯০-এর দশকের শেষের দিকে স্বৈরশাসক সুহার্তোর শাসনের অবসানের সময় গণতন্ত্রকামী দলের কর্মীদের গুম করার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য বিভিন্ন মানবাধিকার গ্রুপ প্রাবোওকে অভিযুক্ত করেছে । অপরদিকে তিনি মানবাধিকার লঙ্ঘনের অতীতের এমন অভিযোগের জন্য অনেক বিতর্কিত।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles