সর্বশেষ

43.8 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আবারও যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

টপ নিউজ ডেস্কঃ কোভিড মহামারির রেশ না কাটতেই রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং এর ফলে দ্রব্যমূলে্যর উধ্বগতিতে সারা বিশ্বের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধে কারা লাভবান হচ্ছে জানি না। হয়তো যারা অস্ত্র ব্যবসা করেন বা অস্ত্র বানান তারা লাভবান হচ্ছেন, কিন্তু কষ্ট পাচ্ছে সারা বিশ্বের মানুষগুলো।

বিশ্বের ক্ষমতাধর দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়ে বলেন, ‘বিশ্ববাসীর কাছে আমার আবেদন থাকবে এই যে যুদ্ধটা বন্ধ করতে হবে। প্রত্যাহার করতে হবে স্যাংশন। মানুষকে বাঁচার সুযোগ দিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে জীবনমান ধরে রাখার। আমাদের উন্নত বিশ্বগুলো, যারা এই ধ্বংসাত্মক মনোভাব নিয়ে যুদ্ধে নেমেছেন, তাদের কাছে আমার (প্রধানমন্ত্রী) এ আবেদনটা থাকল।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles