সর্বশেষ

36.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আল-আকসা প্রাঙ্গনে সংঘর্ষ

টপ নিউজ ডেস্কঃ শুক্রবার (১৫ এপ্রিল) সকালে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে ৫৯ জন ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছে।

সাইটটি পরিচালনাকারী ইসলামিক এন্ডোমেন্ট’র বরাতে জানা যায়, ফজরের নামাজের পরপরই ইসরায়েলি পুলিশ মসজিদে প্রবেশ করে। সেই সময় অসংখ্য মুসল্লি মসজিদের ভেতরেই ছিলেন।

ইসরায়েল থেকে জানানো হয়েছে, পুলিশ সহিংসতার দমন করার জন্য ভেতরে প্রবেশ করেছিল এবং পুলিশের দাবি, পাথর জড়ো করেই মসজিদে অবস্থান করছিলো ফিলিস্তিনিরা।

অনলাইনে প্রচার হওয়া ভিডিওগুলিতে দেখা যায়, ঢিল ছুঁড়ছে ফিলিস্তিনিরা আর পুলিশ টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ছুঁড়ছে। ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে, শুক্রবার ভোরে ফিলিস্তিনি ও হামাস পতাকা বহন করে কয়েকডজন মুখোশধারী লোক কম্পাউন্ডে মিছিল করে পাথর জড়ো করেছিল। তবে কী কারণে এই সহিংসতা শুরু হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

মসজিদটি ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান ও মুসলিমদের জন্য তৃতীয় পবিত্র স্থান। তবে গত কয়েক দশক ধরে ইসরায়েলি-ফিলিস্তিনি সহিংসতার একটি প্রধান ফ্ল্যাশপয়েন্টও এটি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

সূত্রঃ বার্তা সংস্থা এপি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles