সর্বশেষ

43.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে

টপ নিউজ ডেস্কঃ এবার রাশিয়ার অভ্যন্তরে ঢুকে বেসামরিক লোকদের ওপর ইউক্রেনীয় বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। গতকাল বৃহস্পতিবারও রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ঢুকে গুলি ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী বলে দাবি করছে মস্কো। খবর বিবিসির।

মস্কো বলছে, ইউক্রেনীয় সেনারা ইউক্রেন সীমান্তবর্তী তাদের এলাকায় নিয়মিত গুলি ছুড়ছেন।

মস্কোর এমন দাবির পর পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা আজ আরও হামলা চালালো। সীমান্তে অনুপ্রবেশ করে তারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছেন।

ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, ইউক্রেন সীমান্তঘেঁষে বেসামরিক গাড়িতে তাদের একটি গ্রামে ঢুকে গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ বছর বয়সি একটি ছেলে। রাশিয়ার অভিযোগ, জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন, রাশিয়ার ইচ্ছাকৃত উসকানি হচ্ছে সীমান্তে হামলা চালানোর বিষয়টি। রাশিয়া তার জনগণকে অন্য দেশের ওপর হামলা চালানো ন্যায়সঙ্গত বিষয়টি বোঝাতে ভয় দেখাতে চায়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles