সর্বশেষ

43.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহতে সংখ্যা বেড়ে ২৫২ জনে

টপ নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ জনে পৌঁছেছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল এক সংবাদ সম্মেলনের বরাত দিয়ে সিএনএন এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

গতকাল সোমবার (২১ নবেম্বর) জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার আঘাত হানে এ ভূমিকম্প। এ বিষয়ে দেশটির আবহাওয়া সংস্থা জানায়, এ ভূমিকম্প জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে আঘাত হানে।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২৫২ জনে এবং অন্তত ৩২৬ জন আহত হয়েছেন।

এর আগে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ আবারও ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বহুতল ভবন ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। গত কয়েকদিনে ৪ দশমিক ৭ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প দেশটিতে অনুভূত হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles