সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ইয়াবাসহ সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে, র‍্যাব

টপ নিউজ ডেস্কঃমঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য নিঙমং চিং মারমাকে গ্রেপ্তার করেছ র‌্যাব।বান্দরবান টু থানচি সড়কের আইলমারা স্টিল ব্রিজের কাছে পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে নিঙমং চিং মারমাকে গ্রেপ্তার করা হয়ে।


র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, আসামিকে গ্রেপ্তার করার পর তার সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


র‍্যাবের এই কর্মকর্তা বলেন, নিঙমং চিং মারমা থানচি সদর ইউপির ৩নং ওয়ার্ডের একজন সাবেক ইউপি সদস্য। তার কোনো কাজের প্রতিবাদ করার সাহস স্থানীয় লোকদের ছিল না। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় আসামি নিঙমং চিং মারমা স্থানটিকে ইয়াবা ব্যবসায়ীর উপযোগী জায়গা হিসেবে বেছে নিয়েছিল।


প্রতিদিন দুপুর থেকে ওই এলাকাটিতে মাদক কারবারিদের আনাগোনা লক্ষ্য করা যেত। প্রত্যন্ত অঞ্চল হওয়াতেই এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ততটা চলাচল ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে মাদক সম্রাট নিঙমং চিং মারমা এই ইয়াবা কারবারি গড়ে তুলেছিল। মঙ্গলবার র‍্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।


এই ঘটনায় বান্দরবান পার্বত্য জেলার থানচি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় তিনি।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles