সর্বশেষ

44.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

উৎপাদনে এলো রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

টপ নিউজ ডেস্ক: শুরু হয়েছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে  শুরু হয় এই পরীক্ষামূলক উৎপাদন ।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, আজ ভোর ৪টার দিকে শুরু হয় বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন। দ্বিতীয় ইউনিটে ৪০০ মেগাওয়াট উৎপাদন হয়েছে উৎপাদনের শুরুতে।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরাম উল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী প্রকল্প বন্ধুত্ব ও দৃঢ় বন্ধনের প্রতীক। দেশ-বিদেশের কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষজ্ঞদের প্রচেষ্টায় আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি দ্বিতীয় ইউনিটের কাজ।

এর আগে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায় ২০২২ সালের ১৭ ডিসেম্বর। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে চালু রয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিট। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles