সর্বশেষ

34.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

একে একে ইউক্রেনের ৮ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

টপ নিউজ ডেস্ক: কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়া একে একে ভূপাতিত করেছে আটটি ড্রোন। রুশ বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়া এই আটটি ড্রোনই ইউক্রেনের এবং রোববার (১৬ জুলাই) ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপলের ওপর ভূপাতিত করা হয় এসব ড্রোন।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে খবর পাওয়া যায়নি কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির। রোববার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে ক্রিমিয়ান বন্দরনগরী সেভাস্তোপলের ওপর রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং কৃষ্ণ সাগরে মোতায়েন থাকা রুশ নৌবহর  আটটি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে এবং ভূপাতিত করেছে বলে জানিয়েছেন মস্কো-নিযুক্ত একজন কর্মকর্তা।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সেভাস্তোপলের মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, ‘ড্রান ভূপাতিতের ঘটনায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি সেভাস্তোপল শহরে বা সামুদ্রিক এলাকায়।’ তিনি বলেন, সমুদ্রের ওপর দিয়ে গুলি করে একটি ড্রোন নামানো হয়। আর রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বাহিনী পাঁচটি ড্রোন আটকে দেয় এবং উপকূলীয় তীরের বাইরে অন্য দু’টি ড্রোন  ধ্বংস করা হয়।

এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও প্রতিশ্রুতি দিয়েছেন ক্রিমিয়াকে রাশিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles