সর্বশেষ

28.6 C
Rajshahi
সোমবার, মে ১৩, ২০২৪

এশিয়া কাপ খেলতে যাচ্ছে না ভারত

টপ নিউজ ডেস্কঃ গুঞ্জন সত্যি হলো এশিয়া কাপে অংশ নিতে ভারতের আগামী বছর পাকিস্তানে যাওয়ার কথা ছিল । আজ মঙ্গলবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিসিসিআই জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে চায় ভারত এশিয়া কাপ।

বোর্ড সভা শেষে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানান, পাকিস্তানের মাটিতে পা রাখবে না ভারত। এশিয়া কাপ খেলতে আগ্রহী তারা নিরপেক্ষ ভেন্যুতেই ।

জয় শাহ বলছিলেন, ‘এশিয়া কাপ আয়োজন করা যেতে পারে নিরপেক্ষ ভেন্যুতে । আগেও এমনটা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানে যাবো না। সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলব।’ সবশেষ পাকিস্তান ২০০৮ সালে ভারত সফরে করেছিল । সেবারও অবশ্য এক এশিয়া কাপ খেলতেই গিয়েছিল দলটি। পাকিস্তান সফরে যাওয়ার আগে বিসিসিআইয়ের সরকারের অনুমোদন প্রয়োজন ছিল । জানা গেছে বিসিসিআই সেই অপেক্ষাতেই এতোদিন ছিল ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles