সর্বশেষ

31.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

কবি মহাদেব সাহার ৮০তম জন্মদিন আজ

টপ নিউজ ডেস্কঃ আজ স্বাধীনতা পরবর্তীকালের অন্যতম প্রধান কবি, কবি মহাদেব সাহার জন্মদিন। আজ শনিবার (৫ আগস্ট) ৮০-তে পা দিচ্ছেন কবি। ১৯৪৪ সালের ৫ আগস্ট শনিবারেই জন্মেছিলেন তিনি।

সিরাজগঞ্জ জেলার ফুলজোর নদীর পাশে ধানঘড়া গ্রামে জন্ম কবি মহাদেব সাহার। তাঁর লেখালেখির শুরু কৈশোরে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এই গৃহ এই সন্ন্যাস’ প্রকাশিত হয় ১৯৭২ সালে।

মহাদেব সাহার কবিতা তাঁর নিজেরই সৃষ্ট এক স্বতন্ত্র ভুবন, যেখানে নিবিড়ভাবে নিজেকে তিনি উন্মোচন করেছেন; তিনি বাংলা কবিতার শাশ্বত আবেগময় রূপটিকে তুলে ধরে কবিতাকে করে তুলেছেন মর্মস্পর্শী, হৃদয়গ্রাহী, লাবণ্যময়, পাঠক আবার ফিরে এসেছে কবিতায়; এই ধ্যানমগ্ন, ব্যথিত, বিভোর কবি আমাদের জীবনভাষ্য রচনা করে চলেছেন মোহময়ী ভাষায়।

সাহিত্যে স্বীকৃতি হিসেবে তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ লাভ করেছেন দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles