সর্বশেষ

34.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

কবি সিকান্দার আবু জাফরের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

টপ নিউজ ডেস্কঃ কবি, সাহিত্যিক এবং সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)। ১৯৭৫ সালের আজকের এই দিনে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে ১৯১৯ সালের ১৯ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সিকান্দার আবু জাফর একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, নাট্যকার, গীতিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকসহ নানাবিধ প্রতিভায় বিকশিত ছিলেন।

৭ মার্চ ১৯৭১-এ প্রকাশিত ‘বাংলা ছাড়ো’ কবিতা ও পরবর্তীকালে ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানসহ তাঁর একাধিক কবিতা এবং গান ব্যাপক আলোচিত হয়। তিনি ১৯৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত ‘সমকাল’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে নতুন গতির সঞ্চার করেছিলেন পূর্ববঙ্গের সাহিত্য আন্দোলনে।

তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ : উপন্যাস : নতুন সকাল, পূরবী; ছোটগল্প মাটি আর অশ্রু; কবিতা : বাংলা ছাড়ো, তিমিরান্তিক, প্রসন্ন শহর, বৃশ্চিক লগ্ন, বৈরী বৃষ্টিতে; নাটক : সিরাজ-উদ-দৌলা, মহাকবি আলাউল এবং সঙ্গীত : মালব কৌশিক।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles