সর্বশেষ

43.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

কর্মবিরতিতে গেলে ‘কোর্স আউটে’র হুঁশিয়ারি দিলেন ভিসি

টপ নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আন্দোলনরত নন-রেসিডেন্ট চিকিৎসকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে আজ মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, যদি আন্দোলনকারীরা কর্মবিরতিতে যেতে চায়, তাহলে কিন্তু সম্ভাবনা আছে ‘কোর্স আউট’ হয়ে যাওয়ার, তারা এটা যেন মাথায় রাখে। কোনো শিক্ষার্থী যদি টানা তিনদিন ক্লাসে উপস্থিত না থাকে, তাহলে তাদের বের করে দেওয়া যাবে, এটা আমাদের আইনে আছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টা থেকে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে নন-রেসিডেন্ট চিকিৎসকরা জড়ো হতে থাকেন। এরপর সাড়ে ১১টার দিকে তারা বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন। 

একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে তারা নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন। এ সময় চিকিৎসকদের উপাচার্যের পক্ষ থেকে শান্ত করার চেষ্টা করা হলে তারা বৈঠক করতে চান উপাচার্যের সঙ্গে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles