সর্বশেষ

39.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

গত ১০০ বছরের বিশ্বকাপ আয়োজনের ইতিহাসে সেরা ২০২২ এর বিশ্বকাপ

টপ নিউজ ডেস্কঃ সমকামিতার অধিকার, বিদেশি শ্রমিকদের মৃত্যুসহ নানা বিষয়ে সমালোচনা আর কাতার বিশ্বকাপ প্রশ্নের মুখোমুখি হয়েছিল। সব বাধা পেরিয়ে শেষমেশ দেশটি জাঁকজমকপূর্ণ বিশ্বকাপ উপহার দিয়েছে ।

এবার বিবিসির জরিপে গত ১০০ বছরের বিশ্বকাপ আয়োজনের ইতিহাসে সেরা বিশ্বকাপ হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কাতার বিশ্বকাপ।

জরিপে ৭৮ শতাংশ কাতার বিশ্বকাপ ভোট পেয়েছে। এ জরিপে ৬ শতাংশ ভোট পেয়ে শতাব্দীর সেরা বিশ্বকাপগুলোর তালিকায় ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ দ্বিতীয় হয়েছে। আর ৫ শতাংশ ভোট পেয়ে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ তৃতীয় অবস্থানে আছে।

বিশ্বকাপ আয়োজনের আগে থেকেই নানা আলোচনার জন্ম দিয়েছে কাতার। খেলার মাঠে বিয়ার বিক্রি নিষিদ্ধ, পোশাক-আশাকের সীমা নির্ধারণ নিয়েও আলোচনায় এসেছে দেশটি। এ নিয়ে পশ্চিমাদের ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে কাতারের পক্ষ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পশ্চিমাদের সমালোচনাও করেছেন।
এদিকে বিশ্বকাপ শুরুর পর একের পর এক অভাবনীয় ঘটনা ঘটেছে কাতারের ফুটবল মাঠগুলোতে। মরক্কোর সেমিফাইনালে ওঠা, জাপানের কাছে স্পেন এবং জার্মানির পরাজয়। সৌদি আরবের কাছে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার পরাজয়।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles