সর্বশেষ

34.4 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

জলাবদ্ধতা: চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ

টপ নিউজ ডেস্ক: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর সড়কগুলো। বিভিন্ন উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম চান্দনাইশ এলাকার সড়কে টইটুম্বুর দেখা গেছে পানিতে। প্রবল স্রোতে পানি চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফলে ওই সড়ক দিয়ে অনিরাপদ হয়ে পড়েছে যান চলাচল। তাই যান চলাচল বন্ধ করা হয় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে।

এর আগে হাটহাজারীতে জলাবদ্ধ সড়কের পাশে নালার পানিতে ডুবে নিপা পালিত নামে পরীক্ষা দিতে যাওয়ার সময় কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আনোয়ারায় পানিতে ডুবে এক শিশু মারা যায়। অন্যদিকে কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যু হয়েছে চারজনের। চকরিয়ায় দুই শিশু এবং উখিয়ায় মৃত্যু হয় মা-শিশুর এর মধ্যে।

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে বৃষ্টিপাত শুরু হয় চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায়। শনিবার রাত থেকে অতি ভারি বর্ষণ শুরু হয়। আবহাওয়া অফিস সতর্কতা জারি করে অতি ভারি বর্ষণে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি ও পাহাড়ধসের।

পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে ২১৬ দশমিক ৪ মিলিমিটার।

এদিকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।  সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার বন্ধ থাকবে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles