সর্বশেষ

35.5 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

ডুবোযানে বিস্ফোরণ হয়েছিল : মার্কিন কোস্টগার্ড

টপ নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া ডুবোযান টাইটানে বিস্ফোরণ হয়েছিল। এছাড়া আরোহীদের কেউই বেঁচে নেই গভীর সমুদ্রের এ যানটির বলে- সংস্থাটি নিশ্চিত করেছে।

গত রোববার (১৮ জুন) সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজ দেখতে ছোট আকৃতির ডুবোযানটি পাঁচ আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয়। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির সঙ্গে উপরে থাকা জাহাজের। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) বোস্টন শহরে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মুগের জানান, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছেই তারা অপর একটি ধ্বংসাবশেষের খোঁজ পান। সেখানে পাঁচটি বড় অংশ পাওয়া যায় ডুবোযান টাইটানের। আর এসব অংশ দেখে নিশ্চিত হওয়া গেছে, পানির নিচে যাওয়ার পর বিস্ফোরণ হয়েছিল যানটিতে।

ঠিক কখন ডুবোযানটিতে বিস্ফোরণ হয়েছিল এখনো জানা যায়নি সেটি বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা। তবে তিনি জানিয়েছেন, তারা যখন উদ্ধার অভিযান শুরু করেন তখন শনাক্ত করা যায়নি বিস্ফোরণ বা এ জাতীয় কোনো কিছু। ধারণা করা হচ্ছে, টাইটানে বিস্ফোরণ হয়েছিল পানির নিচে যাওয়ার পর এবং উদ্ধার অভিযান শুরু হওয়ার আগেই। যানটি নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযান সবমিলিয়ে ৭২ ঘণ্টা পরিচালনা করা হয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles