সর্বশেষ

24.9 C
Rajshahi
মঙ্গলবার, মে ৭, ২০২৪

তেলের দাম বিশ্ববাজারে জ্বালানি নিম্নমুখী

টপ নিউজ ডেস্কঃ অবশেষে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম । করোনা মহামারির পর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে হু হু করে। অতীতের রেকর্ড ছাড়িয়ে যায় । এতে দেশে দেশে বেড়ে যায় জীবনযাত্রার ব্যয় । মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে ।

জানা গেছে, মন্দার আশঙ্কার মধ্যেই ব্রেন্ট ক্রুডের দাম চলতি সপ্তাহের শুরুতে নেমে আসে ১০০ ডলারের নিচে । গত পাঁচ সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী তেলের দাম । প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের ৯৭ দশমিক ৬৯ ডলারে দাম দাঁড়িয়েছে। যুদ্ধের শুরুর দিকে ব্যারেল প্রতি দাম ১৩৯ ডলারে বেড়ে দাঁড়ায় । তারপর দাম কমতে থাকে ধাপে ধাপে ।

তবে অনেকে মনে করছেন ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল দাঁড়াতে পারে প্রতি ১৫০ ডলারে । আবার অনেকে বলছেন, মন্দা হলে চাহিদা কমে দাঁড়াতে পারে এই মূল্য ৬৫ ডলারে ।

এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশে দেশে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ । যার মধ্যে সুদের হার বৃদ্ধি অন্যতম হলো । তবে এমন পদক্ষেপে প্রবল হচ্ছে অর্থনৈতিক মন্দার শঙ্কা ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles