সর্বশেষ

34.6 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড

টপ নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে । প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। আর এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর তাতে আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় মার্কেটে দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে রেকর্ড নতুন মূল্য কার্যকর হবে।

সবশেষ ঘোষণা অনুযায়ী জানা যায়, এই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে  প্রায় ১ হাজার ৭৫০ টাকা। আর ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। অপরদিকে  ২১ ক্যারেটের ভরি দেখা গেছে ,১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা আর ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা । পাশাপাশি  সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ধরা হয় ৭৮ হাজার ৯৬৫ টাকা ।  গত ২১ মার্চ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ২ হাজার ৯১৬ টাকা এসময় দর নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৩ হাজার ৩১২ টাকা ঠিক করা। আরো বলা হয়, সনাতন পদ্ধতিতে  ভরি স্বর্ণের দাম ধার্য করা হয়েছে ৭৭ হাজার ৭৯৯ টাকা। ২২ মার্চ থেকে তা কার্যকর হয়।

এভাবে দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে।যার ফলে  সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় মার্কেটে দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে রেকর্ড নতুন মূল্য কার্যকর হবে।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles