সর্বশেষ

29.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

নারায়ণগঞ্জ সড়কে শ্রমিক অবরোধ, ৭ কিমি যানজট

টপ নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে প্রায় ৭ কিলোমিটার সড়ক যানজটের সৃষ্টি হয়।


নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক শেখ বশির আহমেদ বলেন, রূপসীর শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিল। ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আছে তাদের। আমরা শ্রমিক মালিক উভয় পক্ষের সাথে আলোচনা করছি। মালিক পক্ষ বলেছে তারা ৭ তারিখের আগে বেতন দিতে পারবে না। কিন্তু শ্রমিকরা তা মানছে না।


পরিদর্শক শেখ বশির আহমেদ আরও জানায়, শ্রমিকদের সড়ক ছাড়তে বলা হয়েছে কিন্তু তারা শোনেননি। এতে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


শ্রমিকরা জানায়, প্রতি মাসেই এমন হয়। কখনো আমাদের ২৫ তারিখের আগে বেতন দেওয়া হয় না। এইবার দুই মাস পার হয়ে গেলেও বেতনের কোন খবর নেই। আমাদের ঘরে খাবার নেই। রোজা শুরু ৩ তারিখ থেকে। এর মধ্যেই বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। বেতন না দিলে আমাদের চলা মুশকিল হয়ে পড়ছে।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles