সর্বশেষ

34.1 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

পতনের পর তালেবানের সঙ্গে প্রথম বৈঠক করল যুক্তরাষ্ট্র

টপ নিউজ ডেস্কঃ আফগানিস্তান দখলের পর এই প্রথম তালেবানের সঙ্গে বৈঠকে বসল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকির নেতৃত্বে আফগান প্রতিনিধি দলে অর্থ মন্ত্রণালয় এবং আফগানিস্তানের ব্যাংকিং খাতের প্রতিনিধি ও আফগান দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। অপরদিকে ১৫ সদস্যের মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের জন্য ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে- আফগান ব্যাংকের আমানত অবমুক্ত করা, আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে বাস্তব পদক্ষেপ নেওয়া, কালো তালিকা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, মাদকের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার রক্ষা।

এছাড়াও মানবিক সহায়তা, আফগানিস্তানে স্বাধীনভাবে ভ্রমণ এবং বিশ্বের যে কোনো জায়গায় আফগানদের কাছে কনস্যুলার পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles